স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থানার ওসির পরিচয়ে ফোন করে একটি প্রতারক চক্র অভিনব কায়দায় উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। গত কয়েক দিন ধরে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলীর পরিচয় দিয়ে বিকাশে টাকা পাঠানোর জন্য বিভিন্ন লোকজনকে চাপ প্রয়োগ করছে ওই চক্রটি।
জানা যায়, নবীগঞ্জ থানার ওসি পরিচয় দিয়ে প্রতারক চক্র ০১৩০২ ২৫৮৪৭৫ নাম্বার থেকে উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে বলে মোবাইল নাম্বারে ভূলে বিকাশে টাকা চলে গেছে এবং ম্যাসেজ পাঠিয়ে টাকা বিকাশে ফেরৎ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। এ বিষয়ে উপজেলাবাসীকে প্রতারক চক্র হতে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। প্রতারকের নাম ঠিকানা সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, কয়েকজন ব্যক্তি মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছে। প্রতারকের নম্বর শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com