আজমিরীগঞ্জে গণসংযোগকালে এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান গতকাল আজমিরীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সরকার গঠন করলে সামাজিক ভাতার পরিমাণ ও আওতা আরো বাড়ানো হবে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমুখি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। এখনও যারা ভাতা পায়নি, তাদের ভাতা প্রদানের জন্য তালিকাভুক্ত করা হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। যেদিকে তাকাই সেদিকে উন্নয়নের ছোঁয়া। এটা মমতাময়ী মা শেখ হাসিনার অবদান। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন- স্বাধীনতার পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বানিয়াচং-আজমিরীগঞ্জের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। এবার দাবি উঠেছে আজমিরীগঞ্জ উপজেলা থেকে যেন এমপি পদে আওয়ামী লীগের প্রার্থী দেয়া হয়। তিনি আশাবাদী শেখ হাসিনা তাকে এমপি পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন। আর দলীয় মনোনয়ন পেলে তিনি এমপি নির্বাচিত হবেন এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। গণসংযোগকালে এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় তার সাথে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ছানু লাল কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমান, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আওয়াল মিয়া, জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজি, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিহির ঘোষ, উপজেলা যুবলীগ নেতা তাপস খান, পলাশ হাসানসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।