স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মামুন মিয়া (২৩) নামে এক মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। গতকাল এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন আহত মামুন মিয়াকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত মামুন মিয়া চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামের আব্দুল হান্নানের পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com