স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পূর্ব মাহমুদাবাদ এলাকায় নানা বাড়ি বেড়াতে এসে মসজিদের ছাদ থেকে পড়ে নাহিদ মিয়া (৭) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। সে লাখাই উপজেলার করাব গ্রামের লাউছ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের মাহমুদাবাদে নানা বাড়িতে বেড়াতে আসে নাহিদ মিয়া। গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় সে মসজিদের ছাদে উঠে। হঠাৎ অসতর্কতাবশত পা পিছলে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com