লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিরালাল রাজ প্রধানকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। ১০ নভেম্বর রাত সাড়ে ১২টায় মাধবপুরের তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব’র নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের চামারু রাজ প্রধানের ছেলে।
জানা যায়, ২০২১ সালে দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গত ২০ অক্টোবর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, হবিগঞ্জ হিরালাল রাজ প্রধানকে ৬ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পর পুলিশের গ্রেফতার এড়াতে হিরালাল রাজ প্রধান পালিয়ে বেড়াচ্ছিলেন।
মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান হিরালাল রাজ প্রধানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com