৫০ হাজার ঘনফুট স্তূপীকৃত বালু এবং একটি এক্সকেভেটর সরকারের অনুকূলে বাজেয়াপ্ত
মনিরুল ইসলাম শামিম ॥ বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যস্ততম সড়কে বালু জমা করে বিক্রয়ের অপরাধে সাগর মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়া বাজারের পাশের রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানকালে ভ্রাম্যমান আদালত দেখতে পান বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের কামাইছড়া নামক স্থানে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং রাস্তার উপর ডিপো করে বালু জমা রাখা হচ্ছে। যা সম্পুর্ণ বেআইনি। এ অবস্থায় ভ্রাম্যমান আদালত আনুমানিক ৫০ হাজার ঘনফুট স্তূপীকৃত বালু এবং একটি এক্সকেভেটর সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে। অভিযানকালে ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোবাইল কোর্ট সূত্র।