স্টাফ রিপোর্টার ॥ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- জি কে গউছ বিএনপির একজন জনপ্রিয় ও বলিষ্ট নেতা। জনগণকে সাথে নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে তিনি রাজপথে আন্দোলন করছেন। এ জন্য বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই জি কে গউছের উপর দমন-পীড়ন করা হচ্ছে। দক্ষ সংগঠক হিসেবে হবিগঞ্জে তার সংগ্রামী ভূমিকার কারণেই আন্দোলন সংগ্রামকে দমন করার লক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতারের ঘটনায় প্রমাণ হয় আওয়ামী লীগ সরকার দেশকে বাকশালী শাসনে পাকাপোক্ত করতেই বদ্ধপরিকর। জুলুম-নির্যাতন, হামলা-মামলার বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ গণতন্ত্র ফিরে আনার আন্দোলন থেকে পিছপা হবে না। সরকারের পদত্যাগ সহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবি আন্দোলন বিজয় লাভ করবেই। তিনি আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com