আজমিরীগঞ্জে আওয়ামীলীগের পূজামন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার কাকাইলছেও, পাহাড়পুর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে। গতকাল রবিবার পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুছা মিয়া, সাংগঠনিক জুবায়ের আহমেদ জাবের, শিবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, জলসুখা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজীউর রহমান গাজীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পূজা মন্ডপগুলোতে বক্তৃতাকালে এমপি প্রার্থী উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বলেন- হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। এই উৎসবকে যাতে কেউ বাধাগ্রস্থ করতে না পারে সেজন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন- হিন্দুরা আমাদের ঈদ উৎসবে বেড়াতে আসেন, আমরা হিন্দুদের পূজা উৎসবে বেড়াতে যাই। আওয়ামীলীগ সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে। তাদের ভয়ের কিছু নেই, নির্বিঘেœ পূজা উদযাপন করুন। সরকার আপনাদের পাশে আছে। বাঙালির হাজার বছরের সম্প্রীতির বন্ধন রয়েছে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবার রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ সবার। এখানে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কিছু নেই। তিনি বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আজমিরীগঞ্জ উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com