স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় চার পলাতক আসামিকে ঢাকার বংশাল এবং ওয়ারী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। শনিবার (১৪ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চারজন হলেন- কুদ্দুছ মিয়া (৫২), জালাল মিয়া (৩৮), আলম মিয়া (২৪) ও সিরাজ মিয়া (৪৩)।
রোববার (১৫ অক্টোবর) এ তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান। তিনি জানান, আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে কয়েকজন মিলে দেশি অস্ত্র দিয়ে হামলা করলে গুরুতর জখম হন ইউসুফ ও উস্তার আলী। পরে বাদীর ভাই ইউসুফ ও উস্তারকে রক্তাক্ত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ইউসুফের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা বিভিন্ন এলাকায় পলাতক থেকে মোবাইলের মাধ্যমে ফোন করে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন।
পরে র‌্যাব-৩ এর একটি বিশেষ দল গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে ঢাকা মহানগরীর বংশাল ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।