স্টাফ রিপোর্টার ॥ ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর মাসিক সাধারণ সভা গত ১৩ অক্টোবর স্থানীয় স্কাই কিং রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট মাহফুজা আক্তার ডলির সভাপতিত্বে ও সেক্রেটারি কুমকুম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় তরপ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী নোহা আক্তারকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সভায় চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি ও সেক্রেটারি কুমকুম চৌধুরীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। জন্মদিনের শুভেচ্ছা স্বরূপ প্রেসিডেন্ট ফুলের টব সহ চারাগাছ প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, পাস্ট প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাহমিনা খান। সভায় প্রেসিডেন্ট ক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com