সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন উপলক্ষে রবিবার সুরবিতান হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এ এস এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনা সভায় প্রধান অতিথি ছিলেন সুজন হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন। বিশেষ অতিথি ছিলেন সুজন জেলা কমিটির সহ-সভাপতি মীর গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, নির্বাহী সদস্য ফয়সাল আহমেদ তুষার। সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ বলেন- সুজন হল সুশৃঙ্খল ও সুসংগঠিত একটি সংগঠন, যে সংগঠনের সদস্যগণ নিঃস্বার্থ ভাবে জনকল্যাণে মানুষের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে থাকে। নিজস্ব শ্রম ও অর্থ দিয়ে সুজনের কার্যক্রম পরিচালিত হয়। এ সংগঠনে ব্যক্তি বিশেষের কোন স্বার্থ নেই, দেশ ও জনগণের স্বার্থে কাজ করে সুজন। দেশে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে সারা বাংলাদেশ একযোগে কাজ করে যাচ্ছে সুজন। হবিগঞ্জেও রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর প্রতি সুজন সহিংসতা পরিহার করে সুন্দর, সুষ্ঠু ও শান্তিপ্রিয় হবিগঞ্জ উপহার দেয়ার আহবান জানায়। পরে এক আলোচনা সভায় মাধ্যমে জুনাব আলী তালুকদার শামীমকে সভাপতি, উবাইদুর রহমানকে সহ-সভাপতি, মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট সুজন হবিগঞ্জ সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক জয়নাল আবেদীন জামাল, অর্থ সম্পাদক নুসরাত জাহান উর্মি, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক সাজু আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস আক্তার, নির্বাহী সদস্য মাসুদ রানা প্রমূখ। বিজ্ঞপ্তি