স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামে এক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল ওই বাড়ির গৃহকত্রীকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুটে নিয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার খাগাউড়া ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত আব্দুল হাই’র পুত্র এখলাছ মিয়ার বাড়িতে গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে তার স্ত্রীকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ব্যাপারে এখলাছ মিয়া বাদি হয়ে বানিয়াচং থানায় অভিযোগ দায়ের করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com