জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির সভা
হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি। গতকাল মঙ্গলবার সমিতির এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। সমিতির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ২৭ আগস্ট ২০২৩ তারিখ রবিবার হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে তাঁর হবিগঞ্জস্থ বাসভবনে প্রাণনাশের চেষ্টা করা হয়। গভীর রাতে দুর্বৃত্তরা বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নাশকতাসহ তাঁর প্রাণনাশের চেষ্টা করে। জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির পক্ষ থেকে এসব দুস্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ বিভাগ ও জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবী জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com