হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে সুদের ব্যবসায় জড়িত আব্দুল কাইয়ূমের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। শুধু তাই নয়, তার কাছ থেকে টাকা নিয়ে অনেকে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে পথে বসেছেন। তার অত্যাচারের শিকার হয়ে ওই গ্রামের আব্দুল আজিজের পুত্র সুমন মিয়া ও মৃত ফুলমত উল্লার পুত্র ইউসুফ আলী হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, লোঁগাও গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র আব্দুল কাইয়ুমের কাছ থেকে সুমন মিয়া দুই বছর আগে সুদে ২০ হাজার টাকা নেন। কিন্তু ৩০ হাজার টাকা দেয়ার পরও তার টাকা শেষ হয়নি। অবশেষে ২০ হাজার টাকা আরও দাবি করছেন কাইয়ুম। অপরদিকে ইউসুফ আলী তার কাছ থেকে সুদে ৫০ হাজার টাকা নেন। কিন্তু তার চায়ের দোকান বিক্রি করে ১ বছরে ৯৭ হাজার টাকা ফেরত দেন। কাইয়ুম তার কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করেন। এ টাকার জন্য আব্দুল কাইয়ুম ও তার লোকজন গালমন্দসহ হয়রানি করছেন ইউসুফকে। এমনকি ইউসুফকে দলবল নিয়ে হত্যার হুমকি দেন কাইয়ুম। এরকম এলাকার আরও অনেকে সুদে টাকা নিয়ে নিঃস্ব হয়েছেন। এরপর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তারা নিরাপত্তা ও সুদের ব্যবসায়ী আব্দুল কাইয়ূমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গতকাল মঙ্গলবার পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন।