পৌর মেয়রের কাছে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দাবি
হবিগঞ্জ শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা আনার দাবিতে পৌর মেয়র আতাউর রহমান সেলিমের বাসভবনে মতবিনিময় করেছেন রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। মতবিনিময়কালে মেয়র সেলিম সড়কের ধারণ ক্ষমতা অনুযায়ী ট্রাফিক আইন মেনে চলা এবং যাত্রীদের সাথে ভাল ব্যবহার করার নির্দেশনা দেন। তিনি বলেন- জরিপ করে কি পরিমাণ রিক্সা রাস্তায় চলাচল করছে তার সংখ্যা নির্ধারণ করতে হবে। কোন অবস্থায়ই যানজন তৈরী করা যাবে না। ট্রাফিক আইন অবশ্যই মেনে চলতে হবে। এসময় উপস্থিত ছিলেন রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জের সভাপতি কমরেড পীযুষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, কোষাধ্যক্ষ রাহিমুল চৌধুরী, সহ-সভাপতি সামছু মিয়া, আব্দুল কাইয়ুম সহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময়কালে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন- অটো রিক্সার নাম্বার প্লেইট প্রদানের মাধ্যমে শহরে যানজট নিরসন ও শৃঙ্খলা আনা সম্ভব। বিজ্ঞপ্তি