মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল এন্ড কলেজের ৭ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তাছাড়া আগামী ৫ বছর একই শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণ এবং অন্যান্য সহযোগিতা করবেন জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির অভিভাবক সদস্য সৈয়দ শামসুল আরেফিন রাজিব। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগেশ চন্দ্র হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ মাসুম আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা নাঈম বিন রাকিব, সন্তোষ মুন্ডা, জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নারায়ণ কর্মী প্রমূখ।
অনুষ্ঠানে সৈয়দ শামসুল আরেফিন রাজিব বলেন, শিক্ষিত হওয়ার যে আনন্দ আমরা পেয়েছি তা পৌঁছে দিতে চাই সকল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে। বিদ্যালয় থেকে বিনামূল্যে বই পাওয়ার পর সারা বছর জুড়ে স্কুল ব্যাগ, খাতা, কাগজ, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, স্কুলের পোষাক, পরীক্ষার ফি, বেতন সহ অনান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে এ এলাকার অনেক দরিদ্র শিক্ষার্থী শিক্ষার আনন্দ থেকে বঞ্চিত হয়। উচ্চ শিক্ষার স্বপ্ন তাদের কাছে দুঃস্বপ্ন। সুবিধবঞ্চিত শিশুদের স্বপ্ন বিনির্মাণে এই উদ্যোগ।