স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে তানভীর আহমেদ (২৫) নামে ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ১০ বছরের কারাদ- দিয়েছেন আদালত। সে উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন গ্রামের ছুরাব হোসেনের পুত্র। গত মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ আজিজুল হক মামলার রায়ে এই দ-াদেশ দেন। তবে কোনো অর্থদ- দেয়া হয়নি।
পেশকার সৈয়দ গোলাম হাদী জুয়েল জানান, ২০১৫ সালের ২৬ মে বাহুবল থানার এসআই আজিজুর রহমান নাইম গোপন সংবাদের ভিত্তিতে তানভীরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। তার স্বীকারোক্তি মতে একটি পাইপগান ও কার্তুজ জব্দ করা হয়। ওইদিনই এসআই বাদি হয়ে মামলা দিয়ে তানভীরকে কোর্টে প্রেরণ করেন। দীর্ঘদিন কারাভোগের পর সে জামিনে বেরিয়ে আসে। গত মঙ্গলবার সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ আদেশ দেন। তবে রায় ঘোষণাকালে তানভীর পলাতক ছিলো। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ, আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রফিক উদ্দিন তালুকদার।