স্টাফ রিপোর্টার ॥ আজ শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, প্রাক্তন সেনা সদস্য, চুনারুঘাট উপজেলার বড়কোটা গ্রামের বিশিষ্ট সমাজসেবক শামসুল ইসলাম মাখনের ১৯তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট ভোর ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। শামসুল ইসলাম মাখনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মৃত্যুবার্ষিকীতে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেছেন স্ত্র-সন্তানসহ আত্মীয়-স্বজন।
উল্লেখ্য, মরহুম শামসুল ইসলাম দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীর শ্বশুর।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com