মাধবপুর প্রতিনিধি ॥ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানে মাধবপুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। রোববার সকালে মাছগুলো অবমুক্ত করা হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মাওলা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ আব্দুস সাত্তার বেগ, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মোঃ আজহার মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল সামাদ, বীর মুক্তিযোদ্ধা সুকুমল রায়, প্রেসক্লাব সভাপতি মোহা. অলিদ মিয়া প্রমুখ উপস্থিত থেকে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন। পরে বুল্লা ইউনিয়নের খাস্টি নদী ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com