স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় বাসার জায়গা দখলকে কেন্দ্র করে জায়গার মালিকের ভাড়াটিয়া মহিলাকে বেধড়ক মারপিট করার ঘটনায় আবু জাফর মিজানকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার মামলাটি দায়ের করেন ইনাতাবাদ এলাকার মৃত ফিরোজ আলীর স্ত্রী ছায়া বেগম। আদালত মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন। মামলার অন্য আসামীরা হলেন- ইনাতাবাদের আবু হেনা কাদির, আবু হায়াত মিজবা, মেয়ে মোছাঃ হ্যাপী আক্তার ও মোছাঃ শিল্পী আক্তার।
বাদীনি ছায়া বেগম মামলার এজাহারে উল্লেখ করেন- ভাড়াটিয়া বাসার মালিকের সাথে পৈত্রিক সম্পত্তি, বাড়িঘর ও জায়গা নিয়ে আসামীদের সাথে আদালতে মামলা মোাদ্দমা চলে আসছে। আদালতে মামলা থাকার পরও আসামীরা শনিবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ভাড়া বাসা ও জায়গা দখলে যান। এ সময় তিনি বাধা দিলে আসামীরা তার উপর হামলা চালান এবং ঘরবাড়ি, আসবাবপত্র ভাংচুর ও গাছপালা কেটে ব্যাপক ক্ষতিসাধন করেন। স্থানীয় লোকজন আহত অবস্থায় আমাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com