একাত্তরের স্মৃতি বিজড়িত ঘটনাসহ ৪ঠা এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়ায় ঐতিহাসিক বৈঠকের স্মৃতি স্মরণে শ্রদ্ধা নিবেদন করলেন বীর মুক্তিযোদ্ধারা। মানিক চৌধুরী পাঠাগারে আলোচকরা সেদিনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতির সূর্য সন্তানের বীরত্বগাঁথা আলোচনা তুলে ধরেন। এই আলোচনায় ছিলো বীর মুক্তিযোদ্ধাদের আবেগ মিশ্রিত শ্রদ্ধা। মানিক চৌধুরী পাঠাগারের দাতা/প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উদ্যোগে এ আলোচনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ বাবুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা আছান উদ্দীন জামান, বীর মুক্তিযোদ্ধা আশরাফ বাবুল চৌধুরীর সহধর্মিনী নিলুফার সুলতানাসহ অনেকেই।
এই সময় সিলেটের মহান মুক্তিযুদ্ধে কমান্ডেন্ট মানিক চৌধুরী একজন সম্মুখ যুদ্ধের যোদ্ধা হিসাবে যে বীরত্বের ইতিহাস রচনা করেছিলেন তা শ্রদ্ধার সাথে সকলেই স্মরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি