নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নানা আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, দোয়া ও ফাতেহা পাঠ করা হয়। আলোচনা সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকীতে গোল্ডেন প্লাজায় দলের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনী, বিএনপি নেতা আলহাজ্ব রহুল আমিন রফু, সাইফুর রহমান মালিক, মাওলানা আব্দুল হাদী, মৎস্যজীবী দলের সভাপতি সাহেব আলী, শ্রমিকদলের সভাপতি মুরশেদ আহমদ, সাধারণ সম্পাদক মনর উদ্দিন, ভজন সরকার, জিতু মিয়া সেন্টু, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, জেলা যুবদলের সদস্য অলিউর রহমান, সোহাগ চৌধুরী, ফেরদৌস হাসান অনিক প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com