মাধবপুরের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত বললেন
জামাল মোঃ আবু নাছের ॥ হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত পরাজয়ের কারণ উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন- দলের ২ জন বিদ্রোহী প্রার্থী থাকায় এবং আওয়ামী লীগের ৯৯% নেতাকর্মী নির্বাচনে আমার বিরোধীতা করায় আমার পরাজয় ঘটেছে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন- নির্বাচনের আগে এক প্রার্থী টোকেনের মাধ্যমে মদ বিতরণ, বিভিন্ন পাড়া ও মহল্লায় শীতবস্ত্র বিতরণও তার পরাজয়ের কারণ।
সংবাদ সম্মেলনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে শ্রীধাম দাশ গুপ্ত বলেন পৌরসভার উন্নয়ন কর্মকান্ডে আমার সহযোগিতা চাইলে আমি প্রস্তুত থাকবো।
গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় মাধবপুর প্রেসক্লাবের সামনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, মাধবপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক জামাল মোঃ আবু নাছের, সমকাল প্রতিনিধি আইয়ুব খান, মাইটিভি প্রতিনিধি রাজীব দেব রায়, সাংবাদিক মিজানুর রহমান, জুলহাস উদ্দিন রিংকু প্রমূখ।