উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক পাখি বিক্রেতাকে আটক করে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অর্থদন্ডে দন্ডিত পাখি বিক্রেতা হলো উত্তর লামরু গ্রামের আব্দুস সহিদের ছেলে বাচ্চু মিয়া।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গত রোববার বিকেলে বাচ্চু মিয়া স্থানীয় এক শিকারির কাছ থেকে ৮টি মেটেমাথা-টিটি কিনে পানিউমদা এলাকায় বিক্রির চেষ্টা করছিলেন। খবর পেয়ে ফরেস্টার তোফায়েল তার কাছে গিয়ে পাখিগুলো কিনতে চান এবং বাচ্চু ৮টি পাখির দাম চেয়েছিলেন দেড় হাজার টাকা। সেখান থেকেই তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ঘটনাস্থলে গিয়ে পাখি বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থদন্ড করেন এবং পাখিগুলোকে অবমুক্ত করে দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com