স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি হয়েছে। একদিনের ব্যবধানে শহরে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।
সূত্র জানায়, রবিবার রাতে চোরেরা শায়েস্তানগর টাউন মসজিদ মার্কেটের তালুকদার মটরসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। চোরেরা প্রায় ৯ লাখ টাকা মূল্যের টায়ার ও ব্যাটারিসহ মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে তালুকদার মটরস এর মালিক ইদুল মিয়া জানান, প্রতিদিনের মত গত ১৭ জানুয়ারি রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন গতকাল সোমবার সকাল নয়টায় দোকান খুলতে এসে দেখেন শাটারের তালা ভাঙ্গা। পরে দোকানের ভিতরে ঢুকে দেখতে পান দোকানে থাকা মূল্যবান জিনিসপত্র টায়ার, ব্যাটারি ও দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। দোকান মালিক জানান, চোরেরা দোকান থেকে যেসব জিনিস নিয়ে গেছে সেগুলো হচ্ছে- বিভিন্ন মডেলের ব্যাটারি ৭৯টি যার মূল্য ৪ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা, বিভিন্ন মডেলের টায়ার ১২২টি যার মূল্য ২ লাখ ৪৮ হাজার ৯শ’ টাকা, বিভিন্ন মডেলের আইপিএস মেশিন ৫টি যার মূল্য ৬৭ হাজার ৭শ’ টাকা ও ১০ কার্টুন মবিল যার মূল্য ৯৬ হাজার টাকা।
ব্যবসায়ী কল্যাণ সমিতি-ব্যকস হবিগঞ্জ এর সভাপতি মোঃ শামছুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রায়ই হবিগঞ্জ শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার বা চোর ধরা সম্ভব হয়নি। তিনি এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মো. মাসুক আলী জানান, ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেছি। চোরদের ধরতে পুলিশের অভিযান চলছে। অচিরেই চোরেরা ধরা পড়বে।
প্রসঙ্গত, গত শনিবার রাতে পিটিআই রোডে অপূর্ব ভেরাইটিজ স্টোরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি হয়। এর আগেও বেশ কয়েকটি দোকান ও বাসায় চুরি হয়েছে।