স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির শকুন চুনারুঘাটের রেমা চা বাগানে অবমুক্ত করা হয়েছে। এর আগে শকুনটি অসুস্থ অবস্থায় উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন দুই যুবক।
জানা যায়, গত সোমবার ওই গ্রামের আব্দুল আজিজের উঠানে গাছ থেকে অসুস্থ অবস্থায় একটি শকুন নিচে পড়লে তার ছেলে হাবিব মিয়া শকুনকে উদ্ধার করে সেবা ও খাবার খাইয়ে ভালো করেন। তাকে সহযোগিতা করেন প্রতিবেশী আব্দুল কাদেরের পুত্র মোতালিব। গত মঙ্গলবার হবিগঞ্জ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রেহান মাহমুদকে খবর দিলে তিনিসহ ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী ও হিসাব রক্ষক রূপক দেবনাথ শকুনটি তাদের জিম্মায় নিয়ে যান। গতকাল বুধবার রেমা চা বাগানে হাবিবকে সঙ্গে নিয়ে শকুনটি অবমুক্ত করেন। রেঞ্জ কর্মকর্তা রেহান মাহমুদ জানান, পাখি প্রেমে উদ্বুদ্ধ হয়ে শকুন পাখির কোনো প্রকার ক্ষতি না করে হাবিব তাদের প্রতি যে মহত্বের পরিচয় দিয়েছে তা কিশোর ও যুবসমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এ জন্য তিনি হাবিবকে পুরস্কৃত করবেন বলে ঘোষণা দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com