স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ্ব মো. আলমগীর চৌধুরী বলেছেন, ‘বিএনপি জিতলেই বলে গণতন্ত্রের বিজয়, হারলেই ভোট ডাকাতি। কিন্তু বিএনপি জানে না, বাংলাদেশে ভোট চুরির রাজনীতিতে তারাই বিশ্ব রেকর্ড করেছে। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে। এখানে উগ্রবাদ-জঙ্গিবাদ সাম্প্রদায়িতকতার কোন স্থান নেই।
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি। বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা ডা. অসিত রঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, নুরউদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট আব্দুল মুছাব্বির বকুল, হুমায়ুন কবির রেজা, অ্যাডভোকেট সুবির রায়, মোস্তফা কামাল আজাদ রাসেল, স্বপন লাল বণিক, হাবিবুর রহমান খান, অ্যাডভোকেট শাহ্ ফখরুজ্জামান, মিজানুর রহমান শামীম, জিতু মিয়া চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, বিপ্লব রায় চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি সাঈদুর রহমান, পৌর ছাত্রলীগের আহবায়ক ফয়জুর রহমান রবিন প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com