প্রার্থীদের নির্ঘুম প্রচারণায় শহরে ভোটের আমেজ
মেয়র পদে ৩ মহিলা কাউন্সিলর পদে ১২ ও কাউন্সিলর পদে ৩৭ প্রার্থী
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে নবীগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ। নবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও কাউন্সিলর পদে ৩৭ জন মিলিয়ে মোট ৫২ প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। গতকাল বুধবার দুপুরে মেয়র ও কাউন্সিলরগণের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পাওয়ার আগে থেকেই বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু হয়ে গেছে। শীতের মৌসুমে প্রার্থীদের নির্ঘুম প্রচারণায় শহরে ভোটের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
নবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৩ প্রার্থীর মধ্যে দুই প্রার্থী দলের মনোনীত হওয়ায় যার যার দলীয় প্রতীক নিয়েই লড়বেন তারা। বর্তমান মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী (ধানের শীষ), গোলাম রসুল চৌধুরী রাহেল (নৌকা) এর সমর্থকরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হাটে-মাঠে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাদের পাশাপাশি প্রচারণায় বিভোর রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুল আলম সুমন (জগ) এর সমর্থকরা। এদিকে মেয়র প্রার্থীদের তুলনায় প্রচারণায় পিঁছিয়ে নেই ৯টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী হিসেবে নতুন-পুরাতন প্রার্থীরা। তারা প্রতিনিয়ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। কাউন্সিলর প্রার্থীরা তাদের নিজ নিজ ওয়ার্ডকে পৌরসভার মধ্যে উন্নত, আদর্শ ওয়ার্ড ও উন্নয়নের রোড মডেল হিসেবে গড়ে তুলার নির্মিত্তে বিভিন্ন ধরণের উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়ে পাড়া, মহল্লা, শহর ও ওয়ার্ডবাসীর সহযোগিতা চেয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
নবীগঞ্জ পৌরসভায় মোট ৯টি ওয়ার্ডে নারী পুরুষ মিলে ১৮ হাজার ৮৭৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১নং ওয়ার্ডে মোটার সংখ্যা হচ্ছেন ২ হাজার ৫৮ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর মোঃ জাকির হোসেন (পানির বোতল), সাবেক কাউন্সিলর মোঃ মিজানুর রহমান (উট পাখি) ও মোঃ আক্তার উজ্জামান চৌধুরী (টেবিল ল্যাম্প)। ২নং ওয়ার্ডে প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর মোঃ সুন্দর আলী (পাঞ্জাবী), আকমল হোসেন আজাদ (টেবিল ল্যাম্প), এটি.এম রুবেল মিয়া (উট পাখি), মোঃ সাহেদুর রহমান (ডালিম) ও আঃ ছোবহান (পানির বোতল)। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ১৯৬ জন। ৩নং ওয়ার্ডে প্রার্থীরা হচ্ছেন সাবেক কাউন্সিলর শাহ মোঃ রিজভী আহমেদ খালেদ (উটপাখি), মোঃ অহি চৌধুরী (টেবিল ল্যাম্প) ও মোঃ নানু মিয়া (পানির বোতল)। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ৩০ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২ ও ৩নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন ৪ জন। তারা হলেন বর্তমান মহিলা কাউন্সিলর ফারজানা মিলন পারুল (আনারস), সাবেক মহিলা কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী (জবা ফুল), মোছাঃ স্বপ্না বেগম (চশমা) ও শামেলা বেগম (অটোরিক্সা)। ৪নং ওয়ার্ডে প্রার্থীরা হচ্ছেন বর্তমান কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব (টেবিল ল্যাম্প), সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ (উট পাখি) ও সমীরন দাশ (পাঞ্জাবী)। এ ওয়ার্ডে মোট ভোটার ২ হাজার ২৬৬ জন। ৫নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর এটিএম সালাম (টেবিল ল্যাম্প), মোঃ লুৎফুর রহমান (পানির বোতল), মোঃ আমির হোসেন (উট পাখি), মোঃ সুহেলুজ্জামান (পাঞ্জাবী) ও ইসমত আলী (ডালিম)। এ ওয়ার্ডে মোট ভোটার ১ হাজার ৭ শত ৯৫ জন। ৬নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর জায়েদ চৌধুরী (ডালিম), শেখ মোঃ আবুল হোসেন (পানির বোতল), মোঃ ইসলাম উদ্দিন চৌধুরী (উট পাখি), আল আমিন চৌধুরী (টেবিল ল্যাম্প), মঈনুল ইসলাম চৌধুরী (পাঞ্জাবী)। এ ওয়ার্ডে মোট ভোটার ১ হাজার ৭৮২ জন। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন বর্তমান মহিলা কাউন্সিলর মোছাঃ রুকেয়া বেগম (অটোরিক্সা), পূর্ণিমা রানী দাশ (আনারস), মোছাঃ তৈয়মুন্নেছা (জবাফুল), মোর্শেদা আক্তার (চশমা) ও রওশনারা বেগম (টেলিফোন)। ৭নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর মোঃ কবির মিয়া (পানির বোতল) সাবেক কাউন্সিলর আলহাজ্ব রুহুল আমিন রফু (উটপাখি) ও ফখরুজ্জামান চৌধুরী বুলবুল (পাঞ্জাবী)। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ২৫৮ জন। ৮নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ (পানির বোতল) সাবেক কাউন্সিলর সন্তষ দাস (পানির বোতল) ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন চৌধুরী (ডালিম) এবং দিব্যেন্দু ধর (উট পাখি)। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ১৪২ জন। ৯নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর মোঃ আলাউদ্দিন (পানির বোতল), শেখ শাহনূর আলম ছানু মিয়া (ডালিম), শাহ ফজলুল করিম (গাজর), মোঃ ফজল আহমদ চৌধুরী (পাঞ্জাবী), শেখ জগলুল হাসান (পানির বোতল) ও শাফি মিয়া তালুকদার (উট পাখি)। এ ওয়ার্ডে মোট ভোটার ২ হাজার ২৫০ জন। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন বর্তমান মহিলা কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম (আনারস), মোছাঃ শেলী বেগম (চশমা) ও মোছাঃ রাজিয়া বেগম (অটোরিক্সা)।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে মোঃ আব্দুল হাদী, ৪নং ওয়ার্ডে নিতেন দেব ও বিধান দেব তাদের মনোয়নপত্র প্রত্যাহার করেছেন।