নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাইড় (ইলিমপুর) গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে তোফাজ্জল হোসেন নামে সৌদি আরব প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে কৈখাইড় গ্রামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবার দিবাগত গভীর রাতে হামলার ঘটনা ঘটে। এর জেরে এলাকায় উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগে জানা যায়, কৈখাইড় (ইলিমপুর) গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র সৌদি আরব প্রবাসী তোফাজ্জল হোসেনের সাথে ওই গ্রামের মৃত মখলিস মিয়ার পুত্র রইছ মিয়া গংদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার শীতে কুয়াশাচ্ছন্ন গভীর রাতে তোফাজ্জল হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় কলাপসিবল গেইটের ও ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টাকালে তোফাজ্জল মিয়ার পরিবারের লোকজনের ঘুম ভেঙে যায়। প্রবাসী পরিবারের চিৎকারে আশপাশের লোকজন গ্রামের মসজিদগুলোতে ডাকাত ডাকাত বলে মাইকিং করলে গ্রামবাসী বাইরে বের হয়ে আসে এবং দুর্বৃত্তদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে গ্রামবাসীর ধাওয়ার মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষণিক প্রবাসী তোফাজ্জল ৯৯৯ নাম্বারে জরুরি কল দিয়ে প্রশাসনের সহযোগিতা চাইলে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী শনিবার বিশাল প্রতিবাদ সভা করলে উত্তেজিত গ্রামবাসীকে শান্তনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রশিদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com