চুনারুঘাট প্রতিনিধি ॥ আজ ৬ ডিসেম্বর চুনারুঘাট মুক্ত দিবস। এদিন চুনারুঘাট শত্রুমুক্ত হয়েছিল। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর রাতে চুনারুঘাটের সীমান্ত এলাকা থেকে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তোরাব আলী খন্দকার, মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার এর নেতৃত্বে শত শত মুক্তিযোদ্ধা উপজেলা শহরের দিকে সাড়াশি আক্রমণ করেন। ৬ ডিসেম্বর ভোরে পাকিস্তানী দোসর রাজাকার, আলবদর, আল শামস উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে পালাতে শুরু করে এবং পাকিস্তানী সেনারা শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর সকালে তৎকালীন সিও অফিসের সামনে স্বাধীনতার লাল সবুজ পতাকা উত্তোলন করেন মরহুম মুক্তিযোদ্ধা সানু মিয়া চৌধুরী, মরহুম মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ পিসিও, মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মন্নান সরকারসহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা।
চুনারুঘাট মুক্ত দিবস পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে চুনারুঘাট মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা ও পুস্পস্তবক অর্পন, জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বিজয় র্যালি, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com