স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গতি’ এ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ফায়ার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন। এসময় সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন আহম্মদ, ফায়ার স্টেশনের ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকনউদ্দিন লস্কর, কাউন্সিলর আবুল বাশারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সরঞ্জামাদি সম্পর্কে ধারণা দেন ফায়ার সার্ভিস কর্মীরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com