সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার মাদনা ও সিংহগ্রাম এলাকায় পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। গত বুধবার সকালে অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত অবস্থায় পাখি শিকারের সরঞ্জাম ও দুটি বক পাখি উদ্ধার করা হয়। পরে জনসম্মুখে উদ্ধারকৃত পাখি শিকারের সরঞ্জাম ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত দুটি বক পাখি অবমুক্ত করা হয়। লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন পাখি শিকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com