স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের চান্দপুর বাগানে প্রেমিকার বিয়ের খবর শুনে বিভু চন্দ্র বায় (২০) নামের এক প্রেমিক বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার বিধু চন্দ্র বায়ের পুত্র। বুধবার বিকেলে সকলের অগোচরে সে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় সে মারা যায়। তার পরিবার জানায়, এলাকার এক যুবতীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি অন্যত্র ওই যুবতীর বিয়ে ঠিক হয়। এতে কয়েকদিন ধরে ওই যুবতীর সাথে বিভুর মনোমালিন্য হয়। এক পর্যায়ে সে বিষপান করে ছটফট করতে থাকে। চুনারুঘাট থানার এসআই ভুবেন্দ্র চন্দ্র রায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com