স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. জহিরুল হক শাকিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় আজীবন সদস্য ড. জহিরুল হক শাকিল জ্বর, কাশি, শরীর ব্যাথা ও শ্বাসকষ্ট হওয়ায় গত ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা দিলে ফলাফল পজিটিভ আসে।
গত ১৫ নভেম্বর তার স্ত্রীর নমুনা নেয়া হলে করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। চিকিৎকের পরামর্শ নিয়ে ড. জহিরুল হক শাকিল সিলেটের বাসায় আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com