চুনারুঘাটে আইন-শৃংখলা সভায় তথ্য প্রকাশ
কাজী মাহমুদুল হক সুজন ॥ চুনারুঘাটে আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, অফিসার ইনচার্জ আলী আশরাফ, সাটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান কাওসার বাহার, প্রেসক্লাবের সহ সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, সাংবাদিক আবেদ আলী প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়- যেখানে সেখানে বালু রাখা যাবে না। অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গরুর বাজার বসানো যাবে না। চুনারুঘাট পৌর বাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা প্রক্রিয়াধীন। অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে সভায় জানানো হয়। সেবার মান বাড়াতে ইতিমধ্যেই থানাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com