শায়েস্তাগঞ্জ পুরান বাজারে গণসংযোগ
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও দানবীর মোঃ সারোয়ার আলম শাকিল পুরান বাজারে গণসংযোগ করেছেন। রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনি শায়েস্তাগঞ্জ পুরান বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি প্রত্যেক ব্যবসায়ী ও দোকানের কর্মচারিদের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে মেয়র প্রার্থী মোঃ সারোয়ার আলম শাকিল বলেন, মেয়র পদে প্রার্থী হিসেবে শনিবার থেকে গণসংযোগ শুরু করেছি। ইন্শাল্লাহ পৌরসভার প্রত্যেকে ওয়ার্ডে ভোটারদের ঘরে ঘরে গিয়ে দেখা করে তাদের সুখ দুঃখ ও চাওয়া সবকিছুু শুনব। জনসেবা করতে হলে তাদের সাথে অবশ্যই সরাসরি কথা বলতে হবে।
মেয়র প্রার্থী সারোয়ার আলম শাকিল এর সমর্থকরা জানান, গণসংযোগকালে শহরের বিভিন্ন পেশাজীবী, বিশিষ্ট মুরুব্বীয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মানুষ উপস্থিত থাকায় শহরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মেয়র প্রার্থী শাকিল গণসংযোগের মাধ্যমে ব্যবসায়ী ও পৌরবাসীর মনের মনিকোঠায় স্থান করে নিচ্ছেন। সারোয়ার আলম শাকিল পুরান বাজারে ব্যবসায়ীদের দোকানে দোকানে ব্যবসায়ী ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক ওয়ার্ডে সকল ধর্মের মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে যাবেন ইনশাআল্লাহ। তিনি শায়েস্তাগঞ্জকে একটি স্বপ্নের পৌরসভা বিনির্মাণে প্রত্যয়ী, সুন্দর, সচেতন, আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে উন্নয়ন ও জনসেবায় অবদান রাখতে চান। সারোয়ার আলম শাকিল মানুষের কল্যাণে যাতে কাজ করে যেতে পারেন, সেজন্য পৌরবাসী সকলের দোয়া, আশীর্বাদ, সহযোগিতা ও সমর্থন চেয়েছেন। বিগত করোনাকালীন সময়ে দরিদ্র মানুষের প্রতি তার সহযোগিতা ছিল মনে রাখার মতো। গণসংযোগকালে পৌর শহরের বিভিন্ন পেশাজীবী, বিশিষ্ট মুরুব্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহ¯্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com