এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ-সুজাতপুর সড়কের আনোয়ারপুর এলাকায় মাটি বোঝাই বেপরোয়া ট্রাক্টরের চাপায় আবুবক্কর নামে সাড়ে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে এ ঘটনাটি ঘটে। আবু বক্কর আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র।
আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকার অটোরিক্সা চালক শাহজাহান মিয়া আনোয়ারপুর গ্রামের একটি বাড়িতে ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। গতকাল বেলা ২টার দিকে তার ছেলে আবু বক্কর মিয়া রাস্তায় খেলাধুলা করছিল। এ সময় মাটি বোঝাই একটি বেপরোয়া ট্রাক্টর তাকে চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন শিশু আবু বক্করকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু আবু বক্কর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা বিক্ষোভ করেন এবং ট্রাক্টরটি আটক করেন। এ সময় ট্রাক্টর চালক পৌর এলাকার উমেদনগরের জাহিদুল আলম পালিয়ে যায়। রাতে শিশু আবু বক্করের লাশ দাফন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com