শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান নির্বাচনের ফল জানার জন্য যুবকরা উপজেলা সদরে যাচ্ছিল
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরের মীরনগর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেলের ৩ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে মোঃ মাসুক মিয়া (২৮), একই এলাকার কাজী ফরিদ মিয়ার ছেলে কাজী জাহাঙ্গীর আলম নূরু (২৯) ও মৃত ছুরুক মিয়ার ছেলে মান্নান মিয়া (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান- মঙ্গলবার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন শেষে ফলাফল জানার জন্য রাত সাড়ে ৭টার দিকে শাহপুর থেকে ওই তিন যুবক মোটর সাইকেলযোগে উপজেলা সদরে যাচ্ছিল। পথে মীরনগর এলাকায় দ্রুতগামীর একটি ট্রাক্টর মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী মাসুক মিয়া, মান্নান মিয়া ও কাজী জাহাঙ্গীর নূরু ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে মাধবপুর থানার এস.আই মোঃ আলাউদ্দিন লাশ উদ্ধার করেন। মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com