স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সদরের নিকটবর্তী নাগুড়া ধান গবেষণা কেন্দ্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যায় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন বানিয়াচং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান. সামাজিক সংগঠন, বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা লোকজন। রতœা থেকে আতুকুড়া পর্যন্ত প্রায় ৩কিলোমিটার সড়ক জুড়ে বিভিন্ন স্থানে এলাকার লোকজন মানববন্ধনে যোগ দেন। সকাল ১১টা থেকে নুর হোসেনের সভাপতিত্বে আতুকুড়া এলাকায় আলী আক্তার চৌধুরীর সভাপতিত্বে রতœায় ও ভবানীপুর সড়কে ১০নং সুবিদপুর ইউপি চেয়ারম্যান জয়কুমার দাশের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং আইডিয়েল কলেজের প্রভাষক অরূপ কুমার দাশ, প্রধান শিক্ষক রানা লাল দাশ, প্রধান শিক্ষক কামাল হোসেন, প্রধান শিক্ষক আবু তাহের, শিক্ষক রজব আলী, নিতেশ দাস বলাই, গোপীনাথ দাশ, আলী ইসলাম, হারুন চৌধুরী, হামিদুল হক আখনজী, মুক্তার হোসেন, নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখনজী, সাধারণ সম্পাদক নয়ন মনি দাশ, পুকড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ, যুবলীগ সভাপতি আফরোজ মিয়া, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শেখ জহুর আমিন, বিধান দাশ, ইউপি সদস্য প্রদ্বীপ দাশ, নির্দন দাশ, সমিরন দাশ, প্রকৌশলী অশোক কুমার পিংকু, নাসির উদ্দিন, জসিম উদ্দিন, অলি আহমেদ, মহিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী, মহিবুর খান, হরেকৃষ্ণ সরকার, শেখ এবাদত, ইমন চৌধুরী, শেখ তানভীর, শিমুল, হিরন, রিপন মিয়া, আশরাফুল সরদার, আব্দুল হক সর্দার, শিমুল, হিরা মিয়া, জাহাঙ্গীর মিয়া, মাহমুদ, লাল মিয়া, হারুন চৌধুরী, আলী হায়দার, কাশেম মিয়া, সহ বিভিন্ন সংগঠন ও এলাকার নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন হবিগঞ্জ জেলা সদরের নিকটবর্তী নাগুড়া ধান গবেষণা কেন্দ্রটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উপযুক্ত স্থান। সেখানে সরকারি ১শ একর খাস জমি ও হাজার হাজার একর কৃষি অকৃষি জমি রয়েছে। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হলে সরকারের অন্ততপক্ষে দুই হাজার কোটি টাকা সাশ্রয় হবে। এখানে যে অবকাঠামো ও গবেষণাগার রয়েছে ইচ্ছা করলে এখনই শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব। তাদের দাবি একটি তৈরী জায়গা থাকতে আরেকটি জায়গা নতুন করে তৈরী করে সরকারের হাজার হাজার কোটি টাকা অপচয় করার কোন যুক্তিকথা নেই। তা ছাড়া উক্ত জায়গাটি হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার প্রাণকেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশ অত্যান্ত ভালো। সার্বিক দিক বিবেচনা করে সরকার এবং জনসাধারণের স্বার্থে আইনটি সংশোধন করে কৃষি বিশ্ববিদ্যালয়টি নাগুড়া ধান গবেষণা কেন্দ্রে স্থানের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com