স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, হবিগঞ্জ সদর উপজেলাবাসী আমার আস্থা ও বিশ্বাসের শেষ ঠিকানা। আমার হৃদয়ে লালিত স্বপ্নের মনিকোটায় আপনাদের স্থান। আমি সেবক হয়ে উপজেলাবাসীর উন্নয়নে কাজ করতে চাই। মোতাচ্ছিরুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হবে। কারণ তাদের হাতেই আগামী দিনের বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গতকাল হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত একাধিক অনুষ্ঠানে যোগ দিয়ে মোতাচ্ছিরুল ইসলাম এসব কথা বলেন।
তার মধ্যে ছিল সকালে লস্করপুর ইউনিয়নের জামিয়া করিমিয়া মজনুমিয়া মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান। সিলেট বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আদ্যপাশা গ্রামবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠান, (ভাংগারপাড়) জামে মসজিদের নতুন কমিটি গঠনকল্পে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান ও পইল ইউনিয়নের এড়ালিয়া জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান। এ সব অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com