মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে তামান্না আক্তার (১৮) নামের এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরে লেখা ছিল “তোর কারণে মরণ আমার, ক্ষমা করে দিস A”
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে। নিহত তামান্না ওই গ্রামের কাপ্তান মিয়ার কন্যা।
সূত্র জানায়, ওইদিন সন্ধ্যা ৬টার দিকে তামান্নাকে পরিবারের লোকজন অচেতন অবস্থায় ঘরের মধ্যে দেখতে পান। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করেন।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইদ্রিছ আলম জানান, মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। নিহতের গলায় দাগ ছিল। হাসপাতালে লাশ যাওয়ার আগেই খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে পৌঁছায়। পরে তারা লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করেন। এসময় নিহতের শরীরের চিহ্নও পাওয়া গেছে।
এছাড়াও তামান্নার শরীরের একটি অংশে মেহেদি দিয়ে লেখা ছিল “তোর কারণে মরণ আমার ক্ষমা করে দিস A”। অনেকেই মনে করছে প্রেম সংক্রান্ত কোন কারণে হয়তো এমনটা হয়েছে। শরীরের লেখার মধ্যে ইরেজিতে এ লেখা ছিল। এটা হয়তো কারো নামের অক্ষর। এমনটাই মনে করছেন স্থানীয় লোকজন। তার এমন মৃত্যুতে নানা রহস্য দানা বেধেছে। পুলিশ বলছে, লাশের ময়নাতদন্ত করার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, মেয়েটির লাশ পোস্ট মর্টেম রিপোর্টের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com