স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের রাষ্ট্র মালিকানাধীন সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগীয় ও অঞ্চল প্রধানের সাথে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন, এসএমই কার্যক্রম বাস্তবায়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাহুবল উপজেলার দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান সিলেট বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ম্যানেজিং ডিরেক্টর শিবলী রুবাইয়াত উল-ইসলাম, রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ। সভায় সিলেট বিভাগীয় বিভিন্ন ব্যাংকের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক ও নির্বাহী কর্মকর্তাবৃন্দ সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন অগ্রগতি এবং বিদ্যমান সমস্যাসমূহ উপস্থাপন করেন এবং সঠিক সময়ে সঠিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রণোদনা প্রদান নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এসময় কর্মকর্তারাও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com