নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত সভায় নবীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ভূয়া ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নবীগঞ্জ শহরের নতুন বাজার বাস থামালে জেল জরিমানা, বাজারে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত সবধরনের মালবাহী ট্রাক লোড আনলোড বন্ধ, নছিমন-করিমন যানবাহন চলাচল বন্ধের ব্যবস্থা গ্রহণ, অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভার গাড়ি চালালে আইনত দন্ডনীয় অপরাধ, নবীগঞ্জ বাজারে কোন ভ্রাম্যমান দোকানপাট বসানো নিষেধ, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করা, উপজেলা প্রাণিসম্পদ অফিসের বাহিরের সীমানায় বহিরাগত কর্তৃক সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকান্ডসহ অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন (বীরপ্রতিক), স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহিন আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌস, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আশিক মিয়া, আবু সাঈদ এওলা মিয়া, আবু সিদ্দিক, আলী আহমেদ মুসা, আব্দুল মুহিত চৌধুরী, জাবেদুল আলম চৌধুরী সাজু, বজলুর রশিদ, মহিবুর রহমান হারুন, সত্যজিৎ দাশ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলী, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ সুলেমান প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com