স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অপহৃতা কিশোরীকে বানিয়াচং থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারী মিজানুল ইসলামকে (২২) গ্রেফতার করা হয়েছে। গত রবিবার গভীর রাতে মাধবপুর থানার এসআই বাপ্পি আহমেদের নেতৃত্বে একদল পুলিশ যাত্রাপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। সে ওই গ্রামের বাচ্চু মিয়ার পুত্র।
পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর দুপুরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া গ্রামের বায়েজীদ মিয়ার কন্যা স্থানীয় স্কুলের ৮ম শ্রেণির ছাত্রীকে মিজান অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বায়েজিদ মিয়া মাধবপুর থানায় অভিযোগ দিলে পুলিশ মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গতকাল সোমবার দুপুরে ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়। অপরদিকে আদালতের আদেশে মিজানকে কারাগারে প্রেরণ করে পুলিশ।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com