সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, উপজেলা সমবায় অফিসার ইসমাঈল তালুকদার রাহী সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। কুইজ প্রতিযোগিতায় লাখাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন।
এর মধ্যে লাখাই উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় ১ম, লাখাই এসি আরসি পাইলট উচ্চ বিদ্যালয় ২য় ও কালাউক উচ্চ বিদ্যালয় ৩য় স্থান লাভ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com