স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে যমজ ৩ সন্তানের জননীকে আর্থিক সহায়তা ও সাহায্য সামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান যমজ ৩ কন্যা সন্তানের জননী রহিমা খাতুনের হাতে নগদ অর্থ, ত্রাণ ও শিশু খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা উপস্থিত ছিলেন। ১৯ আগস্ট উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের দিনমজুর আব্দুল সালামের স্ত্রী রহিমা খাতুন ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com