কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুনবাজারে ওমেরা সিলিন্ডার কোম্পানীর ৪ শ্রমিককে চাকুরীচ্যুত করার প্রতিবাদে আবারো শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। চাকুরীচ্যুত ৪ শ্রমিককে পুনর্বহালের দাবিতে ৫ সেপ্টেম¦র শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে দেড় শতাধিক শ্রমিক-কর্মচারী। দুপুরে বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ও ইউনিয়ন চেয়ারম্যান সহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য আহবান জানান। শ্রমিকরা জানান, বিগত রমজান মাসে মধ্যাহ্নভোজের ভাতা ও ইফতারীর টাকা বৃদ্ধির জন্য কোম্পানীর কাছে দাবি জানানো হয়েছিল। এ নিয়ে কোম্পানীর প্রশাসনিক কর্মকর্তা নুরুন্নবীর সাথে শ্রমিকদের মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে ৪ শ্রমিককে ওই কোম্পানী থেকে বহিষ্কার করা হয়। শ্রমিকদের দাবি প্রশাসনিক কর্মকর্তা নূরুন্নবী ১ শ্রমিককে সিড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে আহত করলে এরর প্রতিবাদ করায় ৪ শ্রমিককে কোম্পানী থেকে চাকুরীচ্যুত করা হয়। চার শ্রমিককে ফিরিয়ে না নিলে দেড় শতাধিক শ্রমিক কাজে ফিরবে না বলে হুশিয়ারি দিয়েছে শ্রমিকরা। শনিবার দিনব্যাপী ওমেরা কোম্পানীর সামনে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com