স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে পুরুষ দালালের পাশাপাশি মহিলা দালালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গ্রামগঞ্জ থেকে আসা রোগীদেরকে সরলতার সুযোগে কৌশলে হাসপাতালে চিকিৎসক নেই এমন কথা বলে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। আর সেখানে নিয়ে গিয়ে মোটা অংকের টাকা কমিশন নেয় দালালরা। এমনও অভিযোগ রয়েছে, দালালরা বিভিন্ন ক্লিনিকে কমিশনের বিনিময়ে কাজ করে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালের চারপাশে ঘুরাফেরা করে। রোগী এলেই কম টাকায় ভালো চিকিৎসকের প্রলোভন দেখায়। আর এসবের সাথে জড়িত রয়েছে হাসপাতালের কিছু অসাধু কর্মচারী। গতকাল সকালে আতুকুড়া থেকে দুই মহিলা রোগী হাসপাতালে আসে। এ সময় রেহানা নামের এক নারী দালাল ওই দুই মহিলাকে টমটমযোগে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার এক ক্লিনিকে নিয়ে যায়। এছাড়া প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com