নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট শিল্পপতি জে আই সি স্যুট লিঃ এর স্বত্ত্বাধিকারী ও রাতারগুল এগ্রো টেকনোলজি পার্ক এন্ড রিসোর্ট এর চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী শুক্রবার ভোর ৪টা ৩০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শুক্রবার রাত ৯টায় নিজ গ্রামে বেতাপুরে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বেতাপুরে নিজ বাড়িতে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দেওয়ান শাহ নেওয়াজ গাজী মিলাদ, সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com