স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার রামগঞ্জ গ্রামে খালার বিয়েতে গিয়ে সাপের দংশনে জিয়াউর রহমান (২০) নামের এক যুবক মৃত্যুর সাথে লড়ছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। সে পুকড়া ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র। জানা যায়, খালার বিয়েতে অংশগ্রহণ করে জিয়াউর রহমান। ওই সময় পাশের পুকুরঘাটে গেলে একটি বিষধর সাপ তাকে দংশন করে। তার চিৎকারে লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com